রান্না করে দিবে রোবট!

প্রতিদিনই প্রযুক্তি পণ্যের নতুন নতুন সেবার সাথে পরিচিত হচ্ছে মানুষ। আর সে সব সেবার সুবিধা নিয়ে জীবনকে সাজিয়ে তুলছে নতুন রূপে। সম্প্রতি মোলে রোবটিকস এবং শ্যাডো রোবট নামের দুটি কোম্পানি যৌথভাবে ‘বাবুর্চি রোবট’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। সে প্রকল্পের আওতায় তৈরি রোবটগুলো রান্নাঘরের কাজে পূর্ণভাবে সহযোগিতা করতে পারবে।

robot-cook

জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল রোবটিকস শোতে ‘মেকানিক্যাল শেফ’ নামের এই রোবটটিকে উপস্থাপন করা হয়। উপস্থাপনকালে নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান কর্তা মিডিয়াকে জানান, ‘দুই হাত বিশিষ্ট এই রোবট চুলাতে আগুন জ্বালানো থেকে শুরু করে চুলায় রান্নার সময় খাবার নাড়তে পারবে, ডিম সিদ্ধ এবং ভাজতে পারবে। নানা রকম উপাদান একপাত্রে নিয়ে তা মাখানোর পাশাপাশি সকালের নাস্তাও বানাতে পারবে অনায়াসে।’

তিনি আরো বলেন, ‘ময়লা পাত্র ধোয়ার ভার আপনি নিশ্চিন্তে এ রোবটের উপর ছেড়ে দিতে পারবেন। এটি ময়লা পাত্র আলাদা করে তা ধুয়ে একেবারে ঝকঝকে করে দিবে।’

নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে আগামী ২০১৭ সালের প্রথম দিকে এটি পূর্ণরুপে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!