সংবাদদাতা ।।
উপজেলার রোদার পুড্ডার মুক্তিযোদ্ধা নূরুজ্জামান (৬৫) ২৯ এপ্রিল বুধবার দিবাগত রাত হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজবাড়িতে মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি নিকলী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ছিলেন ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর রোদারপুড্ডা বাজার সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা প্রশাসন তাঁকে যথাযথ মর্যাদায় গার্ড অফ অনার প্রকাশের পর পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। নূরুজ্জামানের মৃত্যুতে নিকলী-বাজিতপুরের সাংসদ আলহাজ্ব আফজল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূইয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।