বুকের ব্যথা মানেই হার্ট অ্যাটাক! বিশেষজ্ঞ মতামত

আমাদের নিকলী ডেস্ক ।।

বুকে ব্যথা অনেক কারণে হয়। এর মধ্যে হার্টের সমস্যা অন্যতম কারণ। তবে হার্টের কারণে ব্যথা হলে সেটি কীভাবে বোঝা যাবে?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।

প্রশ্ন : অনেকেরই ধারণা, বুকের বাঁ পাশে ব্যথা মানেই হার্ট অ্যাটাক। তবে হার্টের সমস্যা ছাড়াও তো বুকে ব্যথা হয়। ব্যথার ধরন দেখে কি বোঝার উপায় রয়েছে কোনটি কিসের জন্য?

উত্তর : বুকে ব্যথা হলে সাধারণত মনে হবে, বুকে পাথরচাপা দিয়ে রাখা রয়েছে। তবে যদি সেটি হার্টের ব্যথা হয় মনে হবে, খুব ভারী কোনো কিছু চেপে বসে রয়েছে। বুকের ঠিক মাঝবরাবর সাধারণত এটি হয়। দৈনন্দিন কাজ করতে দেবে না। যেমন আপনি যদি হাঁটার মধ্যে থাকেন, হাঁটতে পারবেন না। যদি দৌড়ানোর মধ্যে থাকেন, দৌড়াতে পারবেন না। আপনি যদি বিশ্রাম নেন, এই ব্যথা কমে যায়। এ ধরনের ব্যথা সাধারণত হার্টের ব্যথার ক্ষেত্রে হয়।

সূত্র : হার্টের কারণে বুকের ব্যথা, কীভাবে বুঝবেন? [এন টিভি, ১০ নভেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!