আমাদের নিকলী ডেস্ক ।।
অনলাইনে ভার্চুয়াল মুদ্রায় লেনদেন না করার অনুরোধ জানিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রিয় ব্যাংক বলছে, বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা পৃথিবীর কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত নয়। সুতরাং ভার্চুয়াল মুদ্রায় লেনদেন করা কোনভাবেই ঠিক নয়। বাসস
সম্প্রতি কেন্দ্রিয় ব্যাংকের জারি করা ওই নির্দেশনায় বলা হয়, ‘ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না বিধায় এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতি নেই।’
এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে বলেও বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে।