নিজস্ব প্রতিনিধি ।।
কারপাশা ইউনিয়নের মজলিশপুর বাজারে গতকাল (১৬ ফেব্রুয়ারি, শুক্রবার দিবাগত রাত) এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী অংশ নেন।
গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর বাজারে অনুষ্ঠিত হলো এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাজারের মাছ মহলের উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদীয়মান রাজনীতিক ও সমাজসেবক রুহুল কুদ্দুস ভূঞা জনি। মজলিশপুরবাসীর সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে খুবই উপভোগ্য।
আয়োজক ও পৃষ্ঠপোষক রুহুল কুদ্দুস ভূঞা জানান, আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রতি বছরই আয়োজন করে থাকি। মূলত এলাকাবাসীর আনন্দ-বিনোদনের উদ্দেশেই এটি করে থাকি। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর ও বৃহৎ আকারে এর ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা শ্রম কল্যাণ শিল্পীগোষ্ঠী থেকে আগত ময়না, শাহ আলম, প্রকাশ, রাখাল দা; নারায়ণগঞ্জ থেকে আগত সুরেলা তিথি এবং স্থানীয় শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।