সরারচরে চলন্ত ট্রেনে ঢিল, চালক আহত

আমাদের নিকলী ডেস্ক ।।

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে বাজিতপুরে অজ্ঞাত ব্যক্তির ঢিলের আঘাতে চালক এনায়েত হোসেন (৪০) আহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার সরারচর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

ঢিলে আহত চালক এনায়েত হোসেন সরারচর বাজারের এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ কারণে ৩০ মিনিট ট্রেনটির যাত্রাবিলম্ব হয়। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্র জানায়, রোববার রাত ১০টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যায়। পথে সরারচর রেলওয়ে স্টেশন এলাকার মীরের গাঁও মসজিদ অতিক্রম করার সময় অজ্ঞাত ব্যক্তির ছোড়া ঢিল জানালা ভেদ করে চালক এনায়েত হোসেনর গলার নিচে লাগে। এতে চালক আহত হন।

এ ঘটনার পর চালক ট্রেন থামিয়ে সরারচর বাজারের স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। এতে সেখানে অন্তত ৩০ মিনিট যাত্রাবিরতি দিতে হয় ট্রেনটিকে।

সূত্র : বিজয় এক্সপ্রেস ট্রেনে ঢিল, চালক আহত  [কিশোরগঞ্জ নিউজ, ২৬ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!