সংবাদদাতা ।।
পূর্বশক্রুতার জের ধরে শাবলের আঘাতে একজনকে গুরুতর জখম করেছে তার দাদা। ঘটনাটি ২২ আগস্ট শনিবার সকালে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদিঘা গ্রামে সংগঠিত হয়। গুরুতর আহত সজিব মিয়া (২২) ঘোড়াদিঘা গ্রামের সাহেদ আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সাহেদ আলী ও তার চাচা ইস্রাফিল মিয়ার (৬৭) মাঝে পারিবারিক বিরোধ ও মামলা মোকাদ্দমা চলছে। শনিবার সকালে সজীব তার শ্বশুরবাড়ী থেকে দাওয়াত খেয়ে এসে ইস্রাফিল মিয়ার বাড়ির পাশে এসে বসে। এরপর দাদা তার ছেলেদের নিয়ে দেশী অস্ত্র সহযোগে সজীবের ওপর অতর্কিত হামলা করে। সজীবের আর্তচিতকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নিকলী থানায় ইস্রাস্রাফিল মিয়া ও তার ৩ ছেলের বিরুদ্ধে আহত সজীবের বাবা সাহেদ আলী একটি অভিযোগ দায়ের করেন।