শিবলী জামানের দু’টি কবিতা

একদিন উদ্যানে

একদিন একটা নিষিদ্ধ উদ্যানের কাছে
তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল,
একদিন একটা অলস দীর্ঘ দুপুর
আমরা বৃষ্টি মাথায় চুপচাপ বসে ছিলাম।

একদিন হইচই লাগা উত্তীর্ণ সন্ধ্যায়
আমি তোমাকে এক মুহূর্ত দাঁড়াতে অনুরোধ করেছিলাম।
তারপর একদিন শান্ত সন্ধ্যায়
আমি তোমার উপেক্ষা মেনে নিয়েছিলাম

হাতভর্তি আগুনের সঙ্গে সন্ধি করেছিলাম।

 

আয়না দেখা

রংধনুকে হারিয়ে আকাশ আরো কালো হলো
আর সাত রং নিয়ে রংধনু আশ্রয় চাইল
তোমার সলাজ জবাফুল মুখে
আমার আর রংধনু দেখা হলো না।

তাড়াহুড়ো করে বেরোনোর সময়পারা উঠে যাওয়া
ছোট্ট আয়নায় মুখ দেখতে গিয়ে হাত ফস্কে
পড়ে যাওয়া আয়না ঝনঝন শব্দে মেঝেতে
ছড়িয়ে গেল কাচের টুকরো হয়ে।
আমার আর চুল আচড়ানো হলো না।

এলোমেলো চুলে তোমার সামনে দাঁড়িয়ে
আমি অবাক বিস্ময়ে দেখলাম!
তোমার চোখে ঝুলে আছে সব আয়না।

Similar Posts

error: Content is protected !!