আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুর উপজেলার হিলচিয়ায় ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে শাহ আলম মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৭ জুলাই ২০১৮) ভোর রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের রাদাপুর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত শাহ আলম মিয়া রাদাপুর গ্রামের মনজিল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, পূর্বহাটি গ্রামের সেলিম মিয়ার কাছ থেকে শাহ আলম মিয়া গত কয়েক দিন আগে দুইশ’ টাকা কর্জ নেয়। সম্প্রতি সেলিম মিয়া টাকা ফেরত চাইলে এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়।
এর জের ধরে সোমবার সেলিম মিয়া দেনাদার শাহ আলম মিয়াকে মারপিটও করে। এরপরই মঙ্গলবার ভোররাতে একটি একচালা টিনের ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস নেয় শাহ আলম মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাজিতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
সূত্র : বাজিতপুরে ফাঁসিতে যুবকের আত্মহত্যা [কিশোরগঞ্জ নিউজ, ১৮ জুলাই ২০১৮]