নিজস্ব প্রতিনিধি ।।
সৃজন সাহিত্য সংগঠনের সাহিত্যের ছোট কাগজ “সৃজন চিন্তা”র মোড়ক উন্মোচন ও ঈদোত্তর সাহিত্য আড্ডা কাউতলীস্থ ক্যাফে বায়জিদ ২য় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সংগঠক জয়দুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি, অধ্যাপক মহিবুর রহিম, বিশিষ্ট সাংবাদিক আল আমিন শাহিন, পৌর মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পারভেজ রায়হান ও পথিক টিভির পরিচালক লিটন হোসাইন জিহাদ।
কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি মহিবুর রহিম, কবি রাশিদ উল্লাহ তুষার, পারভেজ রায়হান, কবি রাকিবুল ইসলাম, মো. জামাল উদ্দীন, মো. ওবায়দুল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন “সৃজন চিন্তা”র সম্পাদক সৈয়দ মোনাব্বির আহমেদ তনন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান সিপি। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রিয়াজুল মোর্সেদ মোয়াজ।
অনুষ্ঠানে কবি জয়দুল হোসেন বলেন- ফেসবুকের এই যুগে পরস্পর সামনাসামনি বসে সাহিত্য আড্ডার আয়োজন করায় সৃজন সাহিত্য সংগঠনকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা আশির দশকে সাহিত্য আড্ডার আয়োজন করেছি যার ফলে এখানে অনেক সাহিত্যিক তৈরি হয়েছিল। সাহিত্য আড্ডা সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেখানে লেখকগণ সাহিত্যপাঠের পাশাপাশি লেখার সমালোচনাও শুনতে পারেন। যার ফলে নিজের লেখার ত্রুটি বিচ্যুতি সংশোধন করে নেয়া সম্ভব হয়। ফেসবুক ও মোবাইলের কারণে চিঠি লেখার প্রচলন উঠে গেছে। অথচ চিঠি সাহিত্যের একটি শাখা হয়ে উঠেছিল।
তিনি বলেন, সাহিত্যে গ্রহণ বর্জনের বিষয় আছে। কিছু কিছু বিষয় গ্রহণ করতে হয় আবার কিছু কিছু ব্যাপার বর্জন না করতে পারলে মৌলিক সাহিত্য হয় না। বড় লেখকদের থেকে অনুপ্রেরণা নিতে হয় কিন্তু তাদের প্রভাব বর্জন করতে হয়। তাহলেই সার্থক সাহিত্য রচনা সম্ভব হয়।
তিনি সৃজন চিন্তার প্রকাশনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৃজন চিন্তা আমাদের সাহিত্য অঙ্গনে অবদান রাখবে আশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কবি মহিবুর রহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যে পরিমাণ সাহিত্য সংগঠন ও কর্মকাণ্ড থাকা প্রয়োজন তার যথেষ্ট ঘাটতি আছে। যার ফলে তরুণ প্রজন্ম সাহিত্য চর্চায় পিছিয়ে যাচ্ছে। আশা করি সৃজন চিন্তা সে অভাব পূরণ করতে সচেষ্ট হবে।
সাংবাদিক আল আমিন শাহিন বলেন, সাহিত্য ভাষা ও শব্দের সযত্ন প্রয়াস। এই প্রয়াসে সর্বদা নিজেকে যুক্ত রাখতে চাই। তাই সৃজন চিন্তার প্রকাশনা মনে একটা দোলা লাগিয়েছে।
সবশেষে অতিথিবৃন্দ সাহিত্য সংকলন “সৃজন চিন্তা”র মোড়ক উন্মোচন করেন।