নতুনভাবে উমরা পেকেজ চালু করেছে সৌদি সরকার

সুমন চৌধুরী, সৌদি আরব থেকে ।।
এবার হজ্বে হাজ্বীদের ব্যাপক প্রাণহানির কারণে উমরায় বিগত বছর গুলোর তুলনায় দ্বিগুণ হাজ্বী আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদিসরকার। সৌদি ‘আরব নিউজ’ও গেজেটে বলা হয়েছে এই বছর হজ্বে মিনাওমক্কার দুর্ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি প্রশাসন। গত বছর ৬ মিলিয়ন হাজ্বী উমরা পালন করে। তাতে তেমন কোন দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি সংঘটিত হয়নি। এজন্যেই ২০১৬ সালে গত বছরগুলোর তুলনায় দ্বিগুণ তথা ১২ মিলিয়ন হাজ্বী আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এবং আগামী ৩ বছরের মধ্যে মক্কা ও মদিনার সংস্কার কাজ সমাপ্ত করার ঘোষণা দেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ। আগামী ২০১৮ সালে পুনরায় ৬০ মিলিয়ন হাজী উমরা পালন করতে পারবেন মক্কা ও মদিনায়। সুত্র আরব নিউজ ও গেজেটে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!