বিএনপি নেতা তরিকুল ইসলাম মারা গেছেন

আমাদের নিকলী ডেস্ক ।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার (৪ নভেম্বর ২০১৮) বিকেল ৫টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ সব কথা জানান।

তরিকুল ইসলামের শ্যালক আবুল বাশার সাইফুদৌলা বলেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিনডীসহ নানা রোগে ভুগছিলেন। কিছুদিন আগে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তরিকুল ইসলামের মরদেহ নিজ জেলা যশোরে নেয়া হবে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

তরিকুল ইসলামের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

সূত্র : প্রথম আলো, ৪ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!