নিজস্ব প্রতিনিধি ।।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কিশোরগঞ্জের উদ্যোগে নভেম্বর মাসে দুই দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ১৫তম কিশোরগঞ্জ মানবাধিকার নাট্য উৎসব উদ্বোধন করবেন আশির দশকে নাট্যাঙ্গন কাঁপানো মঞ্চাভিনেতা, নির্দেশক, খ্যাতিমান মুকাভিনেতা, কিশোরগঞ্জের নাট্যপ্রাণ মানুষ আলজুস ভূঞা।
প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, ব্যবসায়ী ও সমাজসেবক বাদল রহমান, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম আহ্বায়ক এনায়েত করিম অমি এবং কিশোরগঞ্জের নারীনেত্রী বিলকিস বেগম।
কিশোরগঞ্জ জেলা সদরের কালিবাড়ী মোড় চত্বর (আখড়া বাজার)-এ আগামী ৯ ও ১০ নভেম্বর আয়োজিত দুই দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন (১০ নভেম্বর) মঞ্চস্থ হওয়ার কথা ছিলো নাটক “অবাক জলপান”। আয়োজনে বিশেষ পরিবর্তনের ফলে উক্ত নাটকটি অনুষ্ঠানের প্রথম দিন (৯ নভেম্বর) মঞ্চায়ন করা হবে। “অবাক জলপান” নাটকটির রচয়িতা সুকুমার রায়।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আমন্ত্রণে নিকলী নাট্যদলের অংশগ্রহণে “অবাক জলপান” নাটকটির নিদের্শনা দেবেন নিকলীর কৃতিমুখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের শিক্ষার্থী শেখ মোবারক হোসাইন সাদী।
“অবাক জলপান” মঞ্চায়নের পরিবর্তিত সময় আগামী ৯ নভেম্বর শুক্রবার নাটকটি দেখার জন্য সংস্কৃতিমনা সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।