বগুড়ার ধলমোহিনীতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার সদরের নামুজা ইউনিয়নের ধলমোহিনী পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে শুক্রবার (১৬ নভেম্বর ২০১৮) বাদ আছর থেকে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, মিষ্টভাষী ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আজগর আলী।

আলহাজ্ব মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আশরাফুজ্জামান (টিটু), আলহাজ্ব মোঃ আব্দুলাহ, সাজু মাস্টার, বরেণ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আবু বক্কার সিদ্দিক, বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান।

মাহফিলে আরো ওয়াজ পেশ করেন, হাফেজ হযরত মাওলানা মোঃ আনোয়ার হোসাইন (কাশেমী) সাহেব। হযরত মাওলানা মোঃ ইনছান আলী। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Similar Posts

error: Content is protected !!