ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪ জন ভিক্ষুক ও দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ কর্মসূচির আওতায় ৩শ’ পরিবারকে বকনা বাছুর প্রদান করা হয়েছে।
২০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় মঙ্গলকোঠা গ্রামের হাটখোলায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক ৪ জন ভিক্ষুকসহ উপজেলার ৩শ’ দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার বিমল কুমার রুরাম, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থা মকবুল হোসেন, এডিপি কর্মকর্তা তন্ময় সাংমা, আনোয়ার পারভেজ, গ্লোরিয়া হাসদা, নারীনেত্রী ইমেলদা মারান্ডী, সাংবাদিক হারুন আল রশীদ, আবু মুছা স্বপন, ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক এসএম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

