সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার ইভাঙ্কা ট্রাম্পের

আমাদের নিকলী ডেস্ক ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও সিনিয়র উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প কেন্দ্রীয় নথি সংরক্ষণ আইন লংঘন করে সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করেছেন। সোমবার (২০ নভেম্বর ২০১৮) ওয়াশিংটন পোস্টের খবরে এ কথা বলা হয়।

অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ইমেইল পর্যালোচনাকালে হোয়াইট হাউস কর্মকর্তারা এ কথা জানতে পারেন। এ বিষয়ে জনতে চাওয়া হলে ট্রাম্প কন্যা বলেন, বিস্তারিত আইন সম্পর্কে তার অজ্ঞানতাই এর কারণ।

ইভাঙ্কার আইনজীবীরা বলছেন, নিয়ম-কানুন সম্পর্কে তিনি বিস্তারিত সব জানার আগে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি কাজে ব্যক্তিগত একাউন্ট ব্যবহারের জন্যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকালে ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন।

নির্বাচনের মাত্র ১১ দিন আগে তৎকালীন এফবিআই পরিচালক জেমস কোমি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি পুনরায় তদন্তের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে এতে দেশটির নির্বাচনের ফলাফল উল্টে যায়। হিলারিকে এর জন্যে চরম মূল্য দিতে হয়েছিল। বাসস

Similar Posts

error: Content is protected !!