মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নুরালী মিয়ার হাটের পশ্চিমে শান্তিরহাট বাজারে শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিরাজ ব্রিক্স ম্যানুফ্যাকচার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
২৭ নভেম্বর মঙ্গলবার দুপুর একটার সময় এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৬ ধারায় ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ থাকায় বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমাণ আনুমানিক ৫ ট্রাক।
উল্লেখ্য, এই ইটভাটায় শুধুমাত্র গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্য ইটভাটায় কয়লা থাকলেও এখানে কোনো কয়লাই পাওয়া যায়নি। সকল ইটভাটার মালিককে আইন মেনে ইট প্রস্তুতের জন্য অনুরোধ করেন।

