ধামইরহাটে বিজয় দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে হুইপ শহীদুজ্জামানের পক্ষে দলীয় নেতাকর্মী, উপজেলা পরিষদ, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব, রাজনৈতিক বিভিন্ন সংগঠন, ক্যাবল নেটওয়ার্ক এসোসিয়েশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্মৃতিসৌধে পুষ্পমাল্য দান করেন।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, ওসি জাকিরুল ইসলামসহ সরকারী কর্মকর্তাবৃন্দ দিবসটি পালনে যথাযথ ভূমিকা পালন করেন। অপরদিকে কারিতাস আলোঘর ও বিইডিসির প্রকল্পের সকল শিশু শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়।

Similar Posts

error: Content is protected !!