“চুরির জন্য রাজনীতি করি না, ভোট চাই না, আমরা চাই উন্নয়ন”

আমাদের নিকলী ডেস্ক ।।

চুরির জন্য নয়, জনগণের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর ২০১৮) বিকেলে ভৈরবের কালিকাপ্রসাদে এক নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান।

নাজমুল হাসান পাপন বলেন, আমরা চুরি করার জন্য রাজনীতি করি না, ভোটও চাই না। আওয়ামী লীগ ভোট চায় জনগণের উন্নয়নের জন্য। ৩০ ডিসেম্বর সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিন।

সূত্র : সময় নিউজ, ২৬ ডিসেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!