শিবগঞ্জে প্রতিপক্ষের আঘাতে শিরিজ চন্দ্র দাসসহ ৩জন আহত

আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে শিরিজ চন্দ্র দাসসহ অন্তত ৩জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা শিরিজকে শিবগঞ্জ হাসপাাতলে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কিচক ইউনিয়নে গোপিনাথপুর হিন্দুপাড়ায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে মৃত শরৎ চন্দ্র দাসের ছেলে শিরিজ চন্দ্র দাসের সাথে প্রতিবেশি অক্ষয় চন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাসের দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছে। গত বুধবার সকাল ১১টায় ওই জায়গা ঘেরা বেড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তুমল ঝগড়া বাঁধে।

এসময় প্রতিপক্ষ রঞ্জিত, তার স্ত্রী আদরি, ছেলে মিঠু ও মদন, মেয়ে পুতুল লাঠিসোটা নিয়ে শিরিজের উপর আক্রমণ করে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় শিরিজের স্ত্রী সুঞ্জিৎরা ও ভাই মনোহর তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তারা আহত হন। ঘটনার পর স্থানীয়রা শিরিজকে উদ্ধার করে শিবগঞ্জ হাসপাাতলে ভর্তি করেছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শিরিজ অভিযোগ করে জানায়, তিনি লাঙ্গল মার্কার সমর্থক হওয়ায় ধানের শীষের কর্মী রঞ্জিত তার ওপর এ আক্রমণ করেছে। এর বিচার চেয়েছে শিরিজ। এ ব্যাপারে রঞ্জিতের সাথে কথা হলে তিনি জানান, মারপিটের কোন বিষয় নয় বরং উভয়ের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Similar Posts

error: Content is protected !!