আমাদের নিকলী ডেস্ক ।।
জনপ্রশাসন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে কিশোরগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ২০১৯) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসানের সভাপতিত্বে শোকসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
শোকসভায় বক্তারা বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান মানুষকে হারালো। তাঁর শূণ্যতা কখনো পূরণ হবার নয়।
এর আগে শোকসভার শুরুতে সৈয়দ আশরাফুল ইসলামের জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
শোকসভায় সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। পরে সৈয়দ আশরাফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন ভূঁইয়া।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ১৭ জানুয়ারি ২০১৯