মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
লাখাই উপজেলার একমাত্র নারীবান্ধব বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও মাহফিল ২০১৯ অনুষ্ঠিত।
গতকাল রোববার (২৭ জানুয়ারি ২০১৯) দুপুর ১১টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা গবেষণা কর্মকর্তা মোঃ জাকারিয়া মিয়া, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার মোঃ রেজাউল করিম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মেদ, পিটিএ কমিটির সহ-সভাপতি ফারুক আহম্মেদ, শিক্ষানুরাগী ডাঃ আব্দুর নুর।
শিক্ষক অঞ্জন চন্দ্র গোপ ও আয়েশা সিদ্দিকার যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ছাত্রী সাবিনা ইয়াসমিন, গীতা পাঠ করেন রিয়া মোদক।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পাপিয়া সুলতানা তিন্নী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ফজলুর করিম, শিক্ষক হোসাইন শফিক মোঃ ফয়সাল, শচীন দাশ, ছাত্রী সানজিদা তালুকদার লিজা, স্বর্ণা গোপ, ইসরাত জাহান তুলি প্রমুখ।
এসময় প্রধান অতিথি অনিল কৃষ্ণ মজুমদার বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে ও এর প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নারীশিক্ষায় উপবৃত্তিসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করে চলেছেন। বছরের প্রথম দিনে সকল ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছেন।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা মেধা ও মননের সন্নিবেশ ঘটিয়ে প্রচেষ্টা চালালে অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। ঐকান্তিক চেষ্টায় পড়ালেখা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবে।