আমাদের নিকলী ডেস্ক ।।
কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব ইয়াছির মিয়া (নৌকা) বিজয়ী হয়েছেন। রোববার (২৪ মার্চ ২০১৯) অনুষ্ঠিত এই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে অনায়াস জয় পেয়েছেন তিনি।
নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩৭ হাজার ৮৬০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে আলহাজ্ব ইয়াছির মিয়া নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে আলহাজ্ব ইয়াছির মিয়া পেয়েছেন ৪০ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুছ ছাত্তার খোকন (আনারস) পেয়েছেন ২ হাজার ৮৩৭ ভোট।
রোববার (২৪ মার্চ ২০১৯) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন শেষে কেন্দ্র থেকে এই ফলাফল পাওয়া যায়।
কুলিয়ারচর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৯৪৭ জন এবং মহিলা ভোটার ৬৫ হাজার ৫২৪ জন।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ