ঝুঁকিপূর্ণ পোস্ট অফিস ভবন যেন মরন ফাঁদ!

মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।

দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পোস্ট অফিস ভবনটি। আর মেয়াদোত্তীর্ণ এ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীগণ। ধ্বসে পরার ভয়ে আতংকে আছেন গ্রাহকরাও।

ছাদের প্লাস্টার খসে পড়ে এ পর্যন্ত উক্ত অফিসের রানার মোঃ ইসমাইলসহ বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অফিসটি পরিদর্শনে গিয়ে দেখা যায় অফিসের সামনের রাস্তা শেওলায় পিচ্ছিল হয়ে আছে। দেয়ালে ফাটল ধরেছে। দেয়াল ও ছাদের প্লাস্টার খসে খসে পরছে। দরজা-জানালা ভাঙ্গা। বৃষ্টি হলেই মেঝেতে বয়ে যায় পানির বন্যা। বর্ষায় সামান্য বন্যা হলেই হাঁটু পানিতে তলিয়ে যায় অফিসটি।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা পোস্টমাস্টার মোঃ মনিরুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ এ ভবনটির কথা আমি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। কিন্তু এখনও এর কোনো প্রতিকার হয়নি। মুঠোফোনে কিশোরগঞ্জের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মোঃ আব্দুল মালেক জানান, অফিস ভবনটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাব দেয়া আছে। নতুন প্রকল্পের অন্তর্ভুক্ত হলেই পুনঃনির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছি।

Similar Posts

error: Content is protected !!