নিকলীর গুণীজনদের সম্মাননা দিচ্ছে এফবি গ্রুপ “নিকলীর আলো”

বিশেষ প্রতিনিধি ।।

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখার জন্যে নিকলী উপজেলার “গুণীজনদের” সম্মাননা প্রদান করবে উপজেলাকেন্দ্রিক ফেসবুক গ্রুপ “নিকলীর আলো“। সম্মাননা অনুষ্ঠানটি নিকলী সদরে অবস্থিত শিমুল কমপ্লেক্সের “সহরবানু কমিউনিটি সেন্টারে” অনুষ্ঠিত হবে।

আসন্ন ঈদ-উল-ফিতরের পরের দিন অনুষ্ঠিতব্য সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উপভোগ করতে সকলের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।

আয়োজক ফেসবুক গ্রুপ “নিকলীর আলো“র প্রধান সমন্বয়ক কামরুল হাসান জানালেন, নিকলী একটা প্রচীন থানা। এই থানায় যুগে যুগে বহু কৃতি সন্তানের জন্ম হয়েছে। বর্তমান সময়ে আমাদের সেই গুণীজনদের কীর্তির চর্চা নেই বললেই চলে। এমন চলতে থাকলে সময়ের আবর্তে এসব গুণীজনের অবদানের কথা নতুন প্রজন্ম জানতে পারবে না। তাঁদের সম্মাননা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকেও ভালো কাজে উৎসাহ যুগাবে বলে আমাদের বিশ্বাস। আমরা এই কার্যক্রমের ধারাবাহিকতা রাখতে চাই। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

প্রথমবারের মতো আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে যেসব ক্ষেত্র বিবেচনা করা হয়েছে-
০১। শিক্ষা বিস্তারে অবদানের জন্য (মরণোত্তর)
০২। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অবদানের জন্য (মরণোত্তর)
০৩। ক্রীড়া ও সাংস্কৃতি প্রসারে অবদানের জন্য (মরণোত্তর)
০৪। নিকলীর কৃতী ব্যক্তিত্ব
০৫। সফল মাতা-পিতা
০৬। সমাজ সেবায়
০৭। কবিতা ও সাহিত্যে
০৮। তরুণ উদ্যোক্তা

সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিকলী উপজেলার সর্বস্তরের মানুষদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক ফেসবুক গ্রুপ “নিকলীর আলো“র আরেক সহ-উদ্যোক্তা হিমেল আহমেদ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম“।

Similar Posts

error: Content is protected !!