করিমগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক দুই ব্যবসায়ী আটক

সাফায়েত ইসলাম নূরুল ।।

করিমগঞ্জে তিন কেজি গাঁজাসহ মিলন (৩০) ও কবির (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ জুন ২০১৯) ভোর ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার ক্ষিরারচর বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মিলন ভৈরব উপজেলার কালিপুর উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং কবির একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই শ্যামল, এসআই রুকনুজ্জামান, এসআই শামছুল কবির, এএসআই এনামুল হক, এএসআই আজিজুল হক, এএসআই আলী হোসেন, এএসআই মহাদেব বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মিলন ও কবির দীর্ঘদিন ধরে নিজ উপজেলা ভৈরব ছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিক্রি করে আসছিল। বুধবার ভোরে করিমগঞ্জ উপজেলার ক্ষিরারচর বাজারে তারা মাদক বিক্রির জন্য অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়।

অভিযানে মিলন ও কবিরকে আটকের পর তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!