এবার ডেঙ্গু জ্বরে মারা গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর

আমাদের নিকলী ডেস্ক ।।

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ফারজানা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার স্বামী ডা. নুরুল আমিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব)। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরউদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিটন হাওলাদার নামে আরও এক ডেঙ্গু রোগী মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ৯ জন মারা গেলেন; যার মধ্যে ছয়জনই নারী।

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!