লাখাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে করাব ইউনিয়ন চ্যাম্পিয়ন

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাইয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বিপুল দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা আর আন্দনঘন পরিবেশে উপজেলার মশাদিয়া ফুটবল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ১৭)-এর এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিযোগিতামূলক ফাইনাল খেলায় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৩-২ গোলে লাখাই ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় করাব ইউনিয়ন একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আজদ। সহঃকমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সম্পাদক ফজলে এলাহী ফরহাদের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই্ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন, অজয়দেব (ওসি তদন্ত)।

আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলীনোয়াজ, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, লাখাই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আয়ুবরেজা ইমরান, আব্দুল মতিন মাস্টার, সমাজসেবা অফিসার ইসমাঈল তালুকদার রাহী, মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, বুল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুক্তার হোসেন বেনু, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শরিফ উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক যুবলীগ সেক্রেটারি বদিউল আলম কাজল, আওয়ামী লীগ নেতা শাহ রেজাউদ্দিন দুলদুল প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, ফুটবল আমাদের পুরানো ঐতিহ্যের একটি অংশ। গ্রামবাংলার এই ঐতিহ্য যুব সমাজে অব্যাহত রাখতেই এই উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় মনোযোগ বাড়িয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Similar Posts

error: Content is protected !!