ধামইরহাটে অধ্যক্ষের উদ্যোগে গাছ রোপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে “ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা”য় নিজ উদ্যোগে শিক্ষা ৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা মাদরাসা চত্বরে রোপন করা হয়।

১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় রোপন কাজের উদ্বোধন করেন ধামইরহাট ফাযিল (ডিগ্রি) মাদরাসার সভাপতি এ টি এম বদিউল আলম। এ সময় বৃক্ষ রোপনের উদ্যোক্তা মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান, সহকারী অধ্যক্ষ রবিউল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আঃ হামিদ, ডিগ্রি শাখার অফিস সহকারী-কাম-কম্পিউটার রাসেল মাহমুদ প্রমুখ অংশগ্রহণ করেন।

মাদরাসার অধ্যক্ষ জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মাদরাসায় পরিবেশ সুন্দর করার জন্য ফলজ, বনজ ও ঔষধি চারা রোপন করা হয়েছে, পর্যায়ক্রমে আরও অনেক গাছ রোপন করা হবে।

Similar Posts

error: Content is protected !!