ধামইরহাটে দুই ছাত্রলীগ নেতার ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাট পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. আবু আনসার ও ছাত্রলীগ নেতা আবু সাঈদের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ২২ সেপ্টেম্বর দুপুর ১টায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় আমাইতাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে রাস্তায় মানববন্ধনে মিলিত হয়।

পরে দোষীদের শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আবু আনসার বলেন, গত শনিবার রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোটর সাইকেল মেরামতের জন্য ধামইরহাট খাদ্য গুদামের পশ্চিম পাশে অলক অটোজে যাই। সেখানে থানা ছাত্রলীগের এক সাবেক নেতার নেতৃত্বে কয়েকজন তাকে মারপিট ও হুমকি প্রদর্শন করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম বলেন, আমি অফিসের বাহিরে আছে। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!