লাখাইয়ে যানবাহনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাইয়ে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সোমবার ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের নেতৃত্বে আদালত পারিচালনাকালে ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের তালিকা না থাকা, মান নিয়ন্ত্রণহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিপনন ও অবৈধ পার্কিংয়ের দায়ে যানবাহনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এর মধ্যে সড়ক আইনে একটি লোকাল বাসকে ৫ হাজার টাকা, দিপু স্টোরকে ৩ হাজার টাকা, আলামীন স্টোর ১হাজার টাকা, বাধন স্টোর ২হাজার টাকা, পাল ট্রেডার্স ৫হাজার টাকা, মোদক ট্রেডার্সকে ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রীসাধারণের ভোগান্তী সৃষ্ট্কিারীদের মৌখিকভাবে সতর্ক এবং পেঁয়াজের উর্ধ্বমুখী মূল্য রোধে প্রতিটি দোকানে পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই করেন আদালত।

Similar Posts

error: Content is protected !!