মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে মোঃ ইছা মিয়াসহ ৫-৬ জন জয়নগর গ্রামের মোঃ মজলু মিয়ার ৫২ শতাংশ জমির মুলা কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার ভোরে জয়নগর গ্রামের মোঃ মজলু মিয়ার জমিতে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মোঃ ইছা মিয়াসহ ৫-৬ জন জয়নগর গ্রামের মজলু মিয়ার জমিটির সমস্ত মুলা কেটে দিয়েছে। গত কিছুদিন আগে ইছা মিয়া ও তার লোকজন মজলু মিয়া ও তার পরিবারের লোকজনকে এ নিয়ে হুমকি দিয়ে আসছিলেন।
জমির ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মজলু মিয়ার ছেলে ধনু মিয়া বাদি হয়ে মোঃ ইছা মিয়াকে প্রধান আসামি করে আরও ৫-৬ জনের নামে বাজিতপুর থানায় শুক্রবার সকালে একটি অভিযোগ দায়ের করেন।
বাজিতপুর থানার ওসি মোঃ খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।