নিকলীতে প্রশাসনের কাছে আশার ত্রাণ হস্তান্তর

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের কাছে রোববার (১০ মে) সকালে করোনাকালে বিপর্যস্ত পরিবারকে খাদ্য সহায়তার দুইশ’ থলে হস্তান্তর করেছে উপজেলায় কর্মরত বেসরকারি সংস্থা (এনজিও) আশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না এসব সামগ্রী গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আশার জেলা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, নিকলী সদর শাখা ব্যবস্থাপক সাজ্জাত হোসেন, দামপাড়া শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ও সদরের সহ-ব্যবস্থাপক জয়নাল আবেদীন প্রমুখ।

সংস্থাটির কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. আতাউর রহমান জানান, প্রতি থলেতে ১ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেল রয়েছে। সারা দেশের ন্যায় নিকলীতেও প্রতিষ্ঠানটি এ খাদ্য সহায়তা দিয়েছে।

Similar Posts

error: Content is protected !!