ধামইরহাটে অর্ধশতাধিক অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে প্রাণঘাতি কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ধামইরহাটে অর্ধশতাধিক অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২২ জুন বেলা ১১টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ধামইরহাট উপজেলা পরিষদের অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল ও প্রশিক্ষিত অসহায় নারীদের ৫১ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপজেলার নারী উন্নয়ন ফোরাম-এর সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, দেশ এখন বৈশ্বিক মহামারীর কবলে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমজীবি ও খেটেখাওয়া মানুষেরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এমন মুহূর্তে অসহায় ও দরিদ্র পরিবারের প্রশিক্ষিত নারীরা সেলাই কাজ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা তাদের জীবনমানের উন্নতি ঘটাতে পারবেন।

Similar Posts

error: Content is protected !!