করোনায় মা হারানো কিশোরের গল্প নিয়ে শর্টফিল্ম

নিজস্ব সংবাদদাতা ।।

যে কিশোরের দিন কাটতো দূরন্তপনায়, সে আজ জীবনের মায়া ভুলে চলন্ত ট্রেনের অপেক্ষায় রেললাইনে শুয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। মহামারী করোনা মা’কে কেড়ে নিয়েছে। আত্মহত্যাকেই যেন জীবনের একমাত্র অবলম্বন ভাবতে শুরু করেছে সে। বার বার বিভিন্নভাবে তার এই চেষ্টা।

বেঁচে থাকা আজ তার কাছে অহেতুক। মায়ের শেষযাত্রায় জড়িয়ে ধরতে না পারার হাহাকার তার মনে বার বার প্রতিধ্বনিত হচ্ছে। ফিরতে পারবে কি সে পথ থেকে!!!

করোনা মহামারীর বন্দীত্ব আর সব হারানো এক কিশোরের গল্প নিয়ে শর্টফিল্ম “ফেরা” নির্মাণ করলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক শিমুল সরকার। মাত্র তিনটি চরিত্র নিয়ে ১৪ মিনিটের এই শর্টফিল্মটি নির্মিত হয়েছে অনলাইন প্লাটফর্মের জন্য। গল্প ভাবনা সিয়াম আহমেদ খাঁ এবং রচনা, চিত্রগ্রহণ ও পরিচালনা শিমুল সরকার। অভিনয় করেছেন সিয়াম, রক্তিম এবং সজীব। শর্টফিল্ম “ফেরা” দেখা যাচ্ছে লাভ টিভিতে।

 

Similar Posts

error: Content is protected !!