ধামইরহাটে প্রথমবারের মত মাধ্যমিক বিদ্যালয়ে বিরল প্রজাতির চারা রোপন

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ১ম বারের মতো বিরল প্রজাতির চারা রোপন করা হয়েছে। ৮ আগস্ট দুপুর ১২টায় বনবিভাগের উদ্যোগে উপজেলার বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রায় বিলুপ্ত হওয়া বিরল প্রজাতির মহুয়া, ডেওয়া (বন কাঠাল) হৈমন্তি, পলাশ ও শোভাবর্ধণকারী কৃষ্ণচূড়ার চারা রোপন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।

এ সময় বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষক ইউনুছ আলী, আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু রাইহান মিঠু, বীরগ্রাম ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, “বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ডেওয়া ফল যা প্রচলিতভাবে বনকাঠাল হিসেবে পরিচিত, খুবই মিষ্টি এই ফলটি। এছাড়াও হৈমন্তি ফুলের সুগন্ধে গাছের চারিপাশ মুখরিত থাকবে। সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক এই বিরল চারাগুলো বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ে রোপন করা হলো। আমরা বিট অফিসের পক্ষ থেকে এসব প্রজাতির চারা উৎপাদনে কাজ করছি, যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা যায়।”

Similar Posts

error: Content is protected !!