ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
দেশসেরা সহকারী শিক্ষক মাহমুদা আক্তারকে সংবর্ধনা দিয়েছে নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষক সমিতি কর্তৃক।
ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মাহমুদা আক্তার শিক্ষক বাতায়নে অনলাইন পারফরমার হিসেবে দেশসেরা হওয়ায় বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে ধামইরহাট শিক্ষা অফিসার আজমল হোসাইন তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
একই সাথে প্রাথমিক শিক্ষকদের সংগঠন ধামইরহাট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল সহকারী শিক্ষক মাহমুদা আক্তারকে সম্মাননা ক্রেস্ট দিয়ে পৃথকভাবে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, মোঃ সাফিউজ্জামান, রীতা রানী মহন্ত, মোঃ ইশতিয়াক, মোঃ আপেল মাহমুদ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মোঃ মাহমুদুল হাসান, মোঃ শাহজাহানসহ সমিতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।