কটিয়াদী উপজেলা প্রতিনিধি ।।
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় আগামী ২০২২ সালে ৫০ বছরে পদার্পন করবে। ৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় এ উপলক্ষে পাইকশা বাজারে রেজিস্ট্রেশন বুথের উদ্বোধনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে ৩টি স্থানে (পাইকশা, জামষাইট তারা মার্কেট, মধ্যপাড়া বাজার) ৩টি বুথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ডাঃ নাসিরুজ্জামান সেলিম।
এছাড়া আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, এম এ রাশিদ, আফসানা আশরাফি ভাবলী, আমির উদ্দিন, আব্দুর রহমান, আবু হানিফা, ফারুক আহমেদ, সাফিউদ্দিন, একেএম মোর্শেদ সজীব প্রমুখ বক্তব্য রাখেন।