কলারওয়ালা জামা পরে গলায় কালো দাগ? সারাতে করণীয়

আমাদের নিকলী ডেস্ক ।।

সারাদিন গলা বন্ধ জামা পরে থাকেন। গলা, ঘাড়ের চারপাশে ঘাম জমতে থাকে। এর জেরে মাঝে মাঝেই গলার চারপাশে কালো ছোপ, দাগ পড়ে যায়। ফলে অফিসে না যেতে হলেও কলার ছাড়া জামা পরতে পারেন না। এমন সমস্যা বহু পুরুষের রয়েছে।

কিন্তু দিনের পর দিন কি এই সমস্যা মেনে নেওয়া যায়? না কি একটু বদলে ফেলা যেতে পারে নিজের রূপচর্চার অভ্যাস, যাতে গলার চারধারের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যায়?

সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই মুক্তি পাওয়া যায় এই কালো দাগ থেকে। নিয়মিত কী কী করতে হবে?

১) রোজ রাতে ঘুমের আগে অ্যালোভেরা জেল মেখে নেওয়া যায় গলার চারপাশে। সকালে ঘুম থেকে উঠে মুখ, ঘাড়, গলা ধুয়ে ফেলুন। দিন কয়েকেই এই দাগ-ছোপ থেকে মিলবে মুক্তি।

২) রোজ কাজে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শুধু মুখে নয়, হাত এবং গলাতেও মাখবেন লোশন।

৩) দুধের ল্যাক্টিক অ্যাসিডও কম সময়ে মুক্তি দিতে পারে এই সব দাগ থেকে। শরীরের যে সব অংশে কালো দাগ পড়েছে, সেখানে দুধ মেখে নিন। তার পর ২০-৩০ মিনিট সে ভাবেই রেখে দিন। দুধ শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আপেল সিডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, যা পিগমেন্টেশনকে হালকা করতে পারে। আপেল সিডার ভিনেগার সমপরিমাণ পানিতে মিশিয়ে ত্বকে লাগাতে হবে। ২ থেকে ৩ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন, দিনে একবার বা দুবার ব্যবহার করতে পারেন।

সূত্র :  Medicine Net,  Health Line  অবলম্বনে

Similar Posts

error: Content is protected !!