যে উপসর্গে বুঝবেন গলব্লাডারে পাথর হয়েছে

আমাদের নিকলী ডেস্ক ।।

পুরুষদের তুলনায় নারীদের পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। খাওয়া-দাওয়ার অনিয়ম, মেনোপজের পর হরমোন ক্ষরণে ঘাটতি, গর্ভনিরোধক বড়ি খাওয়ার অভ্যাস, কম পানি খাওয়া ইত্যাদি কারণে গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা বেশি হয়। নারীদের তুলনায় কম হলেও পুরুষদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

কোন উপসর্গগুলি জানান দেবে যে আপনি গলব্লাডারে আক্রান্ত?

১) পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল-মশলাজাতীয় খাবার খেলে পেটে ব্যথা হয়। সঙ্গে বমিও।

২) মাঝে মাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা।

৩) পিত্তাশয়ে পাথর হলে অনেক সময় একইসঙ্গে অনেকে হেপাটাইটিসেও আক্রান্ত হন। এক্ষেত্রে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪) গলব্লাডারের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছায়। এরকম হলে অতি দ্রুত অবশ্যই চিকিৎসকের কাছে যান।

Similar Posts

error: Content is protected !!