ধামইরহাটে ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। ২৪ এপ্রিল বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের খাস কামরায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

তিনি জানান, ৩য় ধাপে ৪৭টি ঘর ধামইরহাট উপজেলার বরাদ্দ পাওয়া গেছে। আগামী ২৬ এপ্রিল উপজেলার জোতওসমান, ধনঞ্জয়নগর, মঙ্গলীয়া ও কাশিপুরে মোট ২১ ঘর সারা দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের হাতে ঘরের চাবি হস্তান্তর উদ্বোধনের সাথে সাথেই ধামইরহাটেও হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা তরুন চন্দ্র কবিরাজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় আরও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!