আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. টিটুকে (৪২) আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক আসামি মো. টিটু কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচধা (আইজবাড়ী) এলাকার ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. টিটু (৪২) তার সাজা থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘ ৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি গ্রেফতার এড়াতে ঢাকার মিরপুর, উত্তরখান এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্যানে করে কাপড় ও সবজি বিক্রি করে আত্মগোপন করে থাকতেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামি মো. টিটুর অবস্থান শনাক্ত করে র্যাব। এরপর বুধবার (২৭ এপ্রিল) দিনগত মধ্য রাতে ঢাকার উত্তরখান এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে আসামি মো. টিটুকে আটক করে।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর আসামি মো. টিটুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : বাংলানিউজ২৪