এইচএসসিতে নিকলীর অনুপস্থিত ৮ জন

সংবাদদাতা ।।
সারাদেশে গতকাল রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

দেশের ৮টি সাধারণ সাধারণ শিক্ষা বোর্ড, ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ড, ১টি কারিগরি শিক্ষা বোর্ড এবং ডিআইবিএস’র আওতায় এ বছর ২ হাজার ৪৫২টি পরীক্ষা কেন্দ্রে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী রয়েছে।

বিদেশে ৭টি কেন্দ্রে ২৬২ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এসব কেন্দ্র হচ্ছে- দোহা, আবুধাবি, রাস-আল-খাইমা, রিয়াদ, জেদ্দা, ত্রিপোলি ও বাহরাইন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় তত্ত্বীয় পরীক্ষা ৯ জুন শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ জুন থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে।

নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৩ জন। পরীক্ষার প্রথম দিন অংশগ্রহণ করেছে ৪৩৫ জন। অনুপস্থিত রয়েছে ৮টা; ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে পরীক্ষার্থী।

Similar Posts

error: Content is protected !!