চেয়ারম্যান রিজুকে সংবর্ধনা দিলো মহাস্থান আলীম মাদ্রাসা

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হযরত শাহ সুলতান আলীম মাদ্রাসার পক্ষ থেকে শনিবার দুপুরে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও রায়নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুকে সংবর্ধনা ও অত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী বুলু মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

mohasthan
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুলাহর সভাপতিত্বে সংবর্ধনা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, সাফিউল ইসলাম, এবিএম মাও: আব্দুল বারী, মাও: ফজলুর রহমান, রুহুল আমিন, সমাজসেবক ফুলমিয়া, গোলাম রব্বানী পুটুসহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: আবু মহি উদ্দিন।

Similar Posts

error: Content is protected !!