উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করলেন জিন্নাহ এমপি

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের বিহার হাট-ভায়া-শব্দলদিঘী সড়ক উন্নয়নে ৭০০ মিটার ও কাঞ্জিহারীর ১৫০০ মিটার দুটি রাস্তা পাকাকারণ কাজের উদ্বোধন করেন বগুড়া-২ এর সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। সোমবার দুপুর ১টায় রাস্তা দুটির নতুন পাকাকরণ কাজের উদ্বোধনের আগে তিনি বলেন, আমার সময়কালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সকল প্রকার উন্নয়ন কাজ আমি অব্যাহত রাখবো। আগামীতেও এ কাজ অব্যাহত রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। এলাকার রাস্তা-ঘাট, পুল-কালভাট, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজসহ সকল প্রকার উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী শামছুল ইসলাম, মহাস্থান কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, শিবগঞ্জ উপজেলা জাপা সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, ম্যানেজিং কমিটির সভাপতি বাকী বিল্লাহ, সেকেন্দ্রাবাদ মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন, মাওলানা জয়নাল আবেদীন, আব্দুর রশিদ, দানেশ উদ্দীন, ইউপি সদস্য সানাউল হক, আলী হাসান, মোজাফ্ফর হোসাইন, জিয়াউল হক, মোহসিন আলী, সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

mohasthan-1-18-4-16

এদিকে, মহাস্থানে রাস্তা পাকাকারণ কাজের উদ্বোধন করেন বগুড়া-২ এর সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। রোববার দুপুর সাড়ে ১২টায় মহাস্থা ত্রীমোহনী মহাসড়ক থেকে বড়বাড়ি নামক স্থান পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন ও গড় মহাস্থান পূর্বপাড়া রাস্তাটি পিচ কার্পেটিং কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে ক্ষমতার পালাবদল হয়েছে; কিন্তু আমাদের ঐতিহাসিক মহাস্থানগড় ছিল অন্যদের কাছে একটি অবহেলিত এলাকা। তাই আগামীতে শিবগঞ্জ উপজেলার আনাচে-কানাচে সার্বিক উন্নয়নে নতুন নতুন চমক দিবেন বলে জানিয়েছেন। এজন্য জাতীয় পার্টির হাতকে আরো শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা প্রকৌশলী ছামছুল হক, সংসদ সদস্যের বড়ভাই সিরাজুল ইসলাম হান্নান, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, মোশারফ হোসেন, সাবেক ইউপি সদস্য আঃ সামাদ, যুগ্ম আহ্বায়ক ও ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানাউল হক সানা, রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেন, নব-নির্বাচিত ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, মোফাজ্জল হোসেন, বেলাল হোসেন, জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিবগঞ্জ উপজেলার জনসাধারণ।

মহাস্থান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমাবর বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, একাডেমিক বিল্ডিং, ল্যাবরেটরিজ, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ল্যাপটপ সরবারহসহ সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা আমার পক্ষ থেকে প্রদানে অব্যাহত থাকবে। এজন্য এসব প্রতিষ্ঠানের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা যথেষ্ট হওয়া প্রয়োজন।

mohasthan-3-18-4-16

বিশেষ অতিথি ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জাপার সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, মহাস্থান শাহ সুলতান আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ, মহাস্থান সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, সানাউল হক সানা, আলা উদ্দিন, আবু রায়হান, ম্যানেজিং কমিটির সদস্য আলাল উদ্দিন, আবুল কালাম, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, আয়েশা সিদ্দীকা, সহকারী প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, আহসান হাবীব, সুফি আলম, সোহেলী পারভীন, সিরাতুল জান্নাত জুয়েল, খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Similar Posts

error: Content is protected !!