খালিয়াজুরীতে বিশাল আকৃতির শীলাবৃষ্টি

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।

১৯ এপ্রিল দিবাগত রাত তখন এগারোটা ছুঁই ছুঁই। হাওর পাড়ের মানুষগুলো যখন কর্মক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে অচেতন। কেউবা আবার বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মুহূর্তেই টিনের চালের বিকট আওয়াজে কারো ঘুম ভাঙ্গে, কেউবা ঘুম থেকে উঠে হয়ে পড়ে হতবিহ্ববল। মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। বিশাল বিশাল শৈল খণ্ডের আঘাতে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে।

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর গ্রামের আঃ ছালাম বলেন, “আমি শুইতে (ঘুমাতে) যাইতাছি এই সময় বড় একটা শব্দ অইল (হলো)। টিনের চালের সাথে কাডাল (কাঠাল) গাছটা আছে। মনে হয় কাডাল (কাঠাল) পরল চালে। কি অইতাছে (হচ্ছে) বোঝার চেষ্টা করার আগেই আরেকটা বড় আওয়াজ। পরে বুঝলাম হিল (শীলা) পরতাছে।” কৃষ্ণপুর গ্রামের বয়োবৃদ্ধ মোহন মিয়া বলেন, “আমার বয়স আশি। আমার জীবনে এত বড় হিল (শীলা) দেখছিনা।” বেশিরভাগ মানুষ চিন্তিত হাওরে এখনো ফসল রয়েছে। আগাম বন্যায় ও অতি বৃষ্টির কারণে অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে । এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত এলাকায় বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

Similar Posts

error: Content is protected !!