নিকলীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

islami culturul compet

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী হিলফুল ফুজুল সমাজকল্যাণ যুব সংঘের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদুল ফিতরের দিন বিকালে পুকুরপাড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মাওলানা আবে কাওসারের পরিচালনায় অনুষ্ঠানে প্রতিযোগীরা কেরাত ও হামদ নাত পরিবেশন করেন।

islami culturul compet

সভাপতিত্ব করেন পুকুরপাড় মসজিদের সভাপতি আছমত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ রিয়াজুল হক আয়াজ, মোহরকোনা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান, নিকলী ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আবুল কালাম, পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা এজে এম শাহাব উদ্দীন, নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মহসিন প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

Similar Posts

error: Content is protected !!