নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের দুই বারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ডা. আবদুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলির সদস্য, নিউরোলজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এরিকোনা ওষুধের আবিষ্কারক, একুশে পদকপ্রাপ্ত, ভাষা সৈনিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল মান্নান (৯০) শনিবার ১৬ জুলাই দুপুরে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
তিনি “আবদুল মান্নান মহিলা কলেজ” নামে একটি কলেজও প্রতিষ্ঠা করেছেন।
মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুর খবরে তার নিজ নির্বাচনী এলাকা কটিয়াদী ও পাকুন্দিয়ায় শোকের ছায়া নেমে আসে।