“জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের দুধ পান করালে নবজাতক মৃত্যু হার কমে”

neonatal

আমাদের নিকলী ডেস্ক ।।

এক আলোচনা অনুষ্ঠানে চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুদের মায়ের দুধ পান করালে নবজাতক মৃত্যুর হার ৩১ শতাংশ কমে যাবে। বাসস

বিশেষজ্ঞরা আরো বলেন, ছয় মাস একান্তে দুধ পান করানো এবং বাড়তি খাদ্যের সাথে পরবর্তী দুই বছর তা বজায় রাখলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার ১৩ শতাংশ প্রতিরোধ করা যায়।

neonatal

শিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর গত ১ আগস্ট থেকে ৭ আগস্ট নাগাদ এই সপ্তাহ পালন করে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘মাতৃদুগ্ধ পান : টেকসই উন্নয়নের চাবি।’

Similar Posts

error: Content is protected !!