বাজিতপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুরে মহান স্বাধীনতা দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। ২৬শে মার্চ প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে সকাল হওয়ার সাথে সাথে বাজিতপুর ডাকবাংলো মাঠ সংলগ্ন স্মৃতিতম্ভে স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে সকাল ১০টায় বাজিতপুর ডাকবাংলো মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি সালাম গ্রহণ করেন।

পরে বিকালে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!